প্রেম এসে মম স্পর্শকাতর মনে কড়া নাড়িল।
আমি হলাম শিহরিত।
সহসা এসে ঝেকে বসেছে,
পরান হল আনন্দিত।
তার পূজা করিব, মন মন্দিরে।
সে বসেছে যেন, দেবীর আসনে।
তারে পূজিবো যতনে।
অরূপ প্রতীমা হেরেছি আমি,
মম প্রনয় আখিঁতে।
সে যদি হঠাৎ দাড়ায় মোর দ্বারে।
আমি সুধাই বলো নাগো, প্রিয় এসো নিকটে।
বসে যখন থাকে পাশে,
মেলে অলক রাশি,
ললাটের নিকট এক চিলতি চুল।
সরায়ে, তার অরূপ বদন দেখি।
মুগ্ধ হয়ে শুনি তব বচন ভঙ্গিমা।
হয়তো বিষাদে কাতর হৃদয় কুঠুরি।
আবার যা বলে সরিয়ে দাও দুঃখ-দৈন্য,
আমায় দিয়ে উঠ সুরসুরি।
নাই গো তোমার দীপ্ত বদনে,
কোন অহমিকা।
ভূমিকায় আমি, প্রেমি তব।
তুমি মম প্রেমিকা ।
রচনাকালঃ ১০/০১/২০২০ইং
বিকাল: ০৫:১০ মিনিট