হে প্রভু, আপনার সমীপে এসেছি একলা, নৈকট্য আরোহণে।
বুকের অন্তঃরালে কত যে কথা, আজি বলবো সংগোপনে!
দিশেহারা যেন বিদিশার নেশায়, রইলাম ভীষণ তমসায়।
মন্দ বুদ্ধি জ্ঞানে করেছে ঠাঁই, হেনকালে সত্যও দেয়না সায়।
দর্প আজি সর্প রূপে করে ফিরে দংশন;
মর্মব্যথি ভীষণ আমি শূণ্য ঘরে ক্রন্দন!
মহাপাতকি মম অঙ্গ, আত্মা লুপ্তে হরা।
কুকর্ম মম সঙ্গ যবে, হয়তো আমি ঘাটের মরা!
কি যে করি ভেবে না পাই, কিভাবে প্রায়শ্চিত্ত?
তব অঙ্গনে এসেছি দয়াল, মোরে করুন শুদ্ধ চিত্ত।
দিন ভিখারী নাই তরুণী, আপনি আপন হেথা।
সন্তাপে চিত্ত বিক্ষেপে অতিষ্ট, অাধার রন্ধ্র সেথা।
মলিন বদনে শফেদ হৃদয়ে ত্রাহি ত্রাহি যেন সকাশ।
নিবেদন করি প্রেম নৈবেদ্য, শরণ দেন এই অভিলাষ ।
রচনাকালঃ ২৭/১২/২৩ইং