অবহেলিত জীবন মম ভীষণ বেদনার।
ধুঁকেধুঁকে মরণ যন্ত্রণা করছি যেন পাড়।
জীর্ণ দেহে কাতর নয়নে জানাই আকুতি !
মুক্তি চাই মানব খাঁচা হতে, করি মিনতি।
শরীর চলেনা সরণি মাঝে রুগ্ন অতিশয়।
এত যন্ত্রণা, এত কষ্ট, দেহে কেমন করে সয়?
দর্প মোরে ভ্রমের পথে নিল যে বারংবার !
নিষ্ঠুরতা, অমানবিকতা পেশা ছিল আমার।
জীবনের এই শেষ বেলায় বলে যেতে চাই !
ব্যর্থ মম সারা জনম, জীবনে প্রাপ্তি কিছুই নাই।