যখনই হারিয়ে গেছি তোমার মাঝে!
তখনই নিয়েছো বিদায়।
যবে ভেবেছি তুমি এলে বুঝি,
তব কায়ার চিহ্ন দিয়েছো সরায়।
ভ্রান্ত পথে হেটে চলছি ভয়াল অন্ধকারে;
বিজলী চমকায় গগনও মাঝে।
চমকি উঠে ভয়ে প্রিয়ে;
চোখ বন্ধ করে এসে জড়াতে লাজে!
তুমি আমার সেই প্রিয়া
যে ছিল হৃদয়ে।
কেন প্রিয়ে দূরে চললে
আমারে কাঁদায়ে?
তোমার বিজড়িত স্মৃতির ঘোর
ভাবায় বারে বারে।
সিক্ত সলিলে আঁখি ভরে
প্রণয়ের অভাবে মন কেঁদে মরে।
প্রিয়ে দ্বার খোল তব মন পুরের
বিবিধ স্বপ্ন সাজিয়ে।
গুপ্ত ছায়ায় মনে এসে দাঁড়াও
কল্পিত কায়ার রূপ লয়ে।
এসে যাও মনের অšতঃস্থলে
গুপ্ত রয়েছো পরানে!
অমানিশির আঁধারে মিশে গেছো।
ফিরে আসোনি কখনো, রয়েছো বুঝি উন্মনে।
রচনাকাল : ২২/০২/১৭ইং