পরিবার-পরিজন আমার ভুবন।
আলয় আলোকিত করে সকল স্বজন।
মা-বাবা বটবৃক্ষের ন্যায় মাথার উপরে।
শাখা মেলে, পাতা বিছিয়ে, ছায়া দেয় সবারে।
কত যে ঋণ স্নেহে-আদরে তা বলা বাহুল্য ?
এ জীবনে তারাই সব, তারা নয়তো নগণ্য।
মা-বাবা, ভাই-বোন সকলকে সঙ্গে লয়ে।
কাঁটিয়ে দেবো সারা জনম, সুখ-দুঃখ সয়ে।
পিতা-মাতা মম আত্মা তাদের করবো যতন।
প্রেম-শ্রদ্ধা-ভালোবাসায় রাখবো মনের মতন।
চরণ সেবার মতি লয়ে, সমীপে সমীপে থাকি।
দাসত্ব মম পরম সৌভাগ্য, নিদ্রা চোখে না মাখি।
পরিবার মানেই সবে একাকার, নির্মল সুখের আঁধার।
একই সূত্রে আবদ্ধ মোরা, সুখের সংসার।
রেখেখি মনি কুঠায়, স্নিগ্ধময় মায়া করে আকর্ষণ।
ছিন্নভিন্ন আর শত বাঁধা নিষেধ আনবোনা মনের কখন ?
পুত্র হয়েছি, মম গর্বিত জন্ম, দ্বায়িত্বও বিশাল।
মাথার ঘাম পায়ে ফেলে দেবো সব সামাল।
পরিবারের মান রাখতে, যদি সইতে হয় শত অপমান !
কখনো পিছু পা হবোনা, দ্বায়িত্বের সাথে বাড়াবো তাদের মান।
তারিখঃ ২২/০৩/২১ইং
রাত : ০৮:৪০ মিনিট