বিকশিত কুড়ি রূপে আবির্ভূত, মানব বিটপী কায়ায়।
অঙ্গে জড়ানো নানা গুণ আর পল্লবে ছড়ানো ছায়ায়।

মহৎ গুণে গুণান্বিত তাঁরা মনীষী সকল।
নিষ্ঠ-শিষ্ট, ভক্তি বিশিষ্ট তাঁরাই সফল।

প্রারম্ভ ক্ষেত্র বিস্তৃত নয় অতীব কন্টকে জড়ানো।
নিত্য চেষ্টা অধ্যবসায়ে চিত্ত মনকে মাতানো।

ভব সায়রে অবগাহণ করে, জ্ঞান পুঞ্জির তলে।
নব আবিষ্কার নব দর্শন, মিলে চেতনার ফলে।

অলংকৃত তাঁরা নানা প্রতিভায়, নন্দিত বিশ্বের দুয়ারে।
মানব সভ্যতার প্রদর্শক তাঁরা শত কল্যানের তরে।

বিবিধ গুণে উদ্ভাসিত তাঁরা, একনিষ্ঠ কর্মনিষ্ঠাই সম্বল।
মুক্ত চেতনায় প্রেরিত হয়ে, করে গেছে দিনের বদল।

প্রকৃতির সম্ভারে তাঁদের অবদান চির অম্লান।
নব সৃজনে জগত সাজায়, মান হতে দেবোনা স্লান।।

বরণীয় তাঁরা স্মরণীয় তাঁরা, বরেণ্য শত মনীষীগণ।
ধরায় রবে যতদিন সৃষ্টি, মুছবেনা তাঁদের সৃজন।

স্বমহিমায় ঊর্ধ্ব শিরে তাঁরা সাফল্যে ধীমান।
বিকশিত করে পূর্ণতা দিয়েছে, করি তাঁদের সম্মান।

সাদৃশ্য দেবো কোন ক্ষমতায় তাঁরা অমূল্য রতন?
যতনে রেখে তাঁদের যাচিবো রিক্ত যবে মন।

উপমারহিত মনীষী চরিত্র আমি তো মূর্খ একজন!
কিভাবে করি প্রীতি নিবেদন, সন্ধানী মম নয়ন?

সচেষ্ট রই আবিষ্ট রই, তাঁদের সৃজন করি বরণ।
শ্রদ্ধা রেখে পথ চলি, করি তাঁদের অনুসরণ।








রচনাকালঃ ২৬/০৮/২৪ইং