পূতভাব সম্পূর্ণ আত্মোপলব্ধি মলিনতা বিনাশক।
অঙ্গক্রান্তির অভ্যন্তরিন বিন্যস্ততা পরানের পালক।

কায়ার অন্তঃ ইন্দ্রিয়ের প্রভাব পাপ মার্গে আনে।
মন অন্দরে কামনার বাস অসংযতার উল্থিত বানে।

দেহের প্রকৃতি নড়বড়ে স্বরূপ মোহ জালে আবদ্ধ।
চোখের তারায় পর্দা ফেলে ভ্রমে করে বদ্ধ।

যাচিনা হউক প্রতি জীবের বিশুদ্ধময় আত্মা।
নচেৎ উদ্বৃত্ত কালও ক্ষেপণ হবেনা ধ্বংস হবে সত্ত্বা।

গৌণ হউক পবিত্র চেতনা মাংস পিন্ড কলেবরে।
অধঃগতির প্রাপ্ত খন্ড রবেনা ইন্দ্রিয়ের দুয়ারে।

মৌনব্রতের তপঃ অভ্যাস, সকল প্রাণের মন্ত্র।
নাসিকার অগ্রে স্থাপিত চিন্তন, ধ্যানযোগই তন্ত্র।

প্রারম্ভ হউক স্বস্তিবচনের সহিত হর্ষ প্রেমের সূত্র।
প্রভুর নৈকট্যে ভক্তি উদয় হলে উপনীত হবে পবিত্র।









রচনাকালঃ ১৪/১২/২৪ইং