পথধারে রইলাম বসে মম পথিকের দেখা নাই।
কথা ছিলো অভি-সারে প্রিয় বন্ধুর সনে যাই।
কন্ঠাহার পড়েছি দেখ তুমি বলেছিলে তাই।
কায়া সাজিয়েছি সবুজ বর্ণে তুমি বিনে সব বৃথাই।
কোকিলের কন্ঠে কন্ঠ মিলিয়ে তোমায় ডেকেছি প্রিয়।
কত গুঞ্জনে নেচেছি দুহে, সলিল কণার হস্তে ভরে নিয়ো।
নয়নের অভি-সারে কেটেছে কত প্রাত-অপরাহ্নের বেলা?
রক্তিম অম্বরী ব্যস্ত আজ সাদা মেঘ নিয়ে করছে খেলা।
সাঁঝের আলো মিশে যায় যেমন রাতের আকাশে।
তোমাতে তেমনি রইবো মিশে তব প্রণয়ের সকাশে।
বড় বেশী ভালোবাসি প্রিয় তুমিই তো নিয়েছো হিয়া।
প্রণয় চিত্তে নিঃস্ব হলাম বিত্ত ছেড়ে দিয়া।
ভুলেও যেন কইও নাগো মোরে সঙ্গ মিলবেনা।
মরণ বিষে কাতরে মরবো ওঝায় কাজ হবে না।
অবাধ্য হবো সর্ব গন্ডি পাড় হবো, মৌণ বরোনা আর।
অমানিশির যামিনী নগ্ন চরণে তোমার দেখাই সার।
অবাধ্য নয়ন মানেনা বারণ তবু রই তোমারই আশে।
শ্রান্ত হবো না প্রান্ত মাঝে তবু পথধারে রইলাম বসে।
রচনাকালঃ ১৫/০৯/২৪ইং