তব প্রেম মুদ্রার তির্যক দৃষ্টিতে মোহিত করলো পরান।
আবিষ্ট সুখে বিভোর নয়ন তব দর্শনে অরূপ প্রতিমান।

চোখের তারার কটাক্ষপাত প্রেম বিভূর্তি আঁকায়।
অঙ্গভঙ্গি সরলা নয়তো, বিস্তার সদ্য আরম্ভ সভায়।

নিক্কণ ধ্বনিতে মূর্ছমান মম আপনও পরান।
প্রেম আলিঙ্গ হৃদ অম্বরে আপ্লুত প্রীতির সমান।

সুপ্ত তঞ্চনা সুদূরে রইলে রুষ্ঠতার ঝলক চেহারা।
ছুটে এসেছি তব পশ্চাদ পানে মন বুঝেনা বেচারা।

হৃদয়কে করলে ভ্রমিতো মম মায়া ছড়ালে চুপে।
টলমলে কাঁখে কঙ্কনের ঝংকার কপট ভরা রূপে।

উষ্ণ প্রেমের কোমল স্পর্শ  অসি সম বাহার।
মৃদু শঙ্কায় যাপিতো যৌবণ মাতাল হয় আবার।

প্রবঞ্চনাময়ীর মৃদু হাস্যে ছুটলাম তার পিছু পিছু।
নটরানী কেন জানি তোমার দিনান্ত অন্য কিছু?










রচনাকালঃ ৩১/১২/২৪ইং