র্নিমম পরিহাস করে আমায় কাঁদালে।
অজুহাতে দূরে সরে, মোরে রিক্ত করলে।
চিন্তন করি, তব বিনা রইতে কি পারবোনা?
মায়া দিয়ে মায়া কাটাতে শিখেছি, নেই আর ভাবনা!
অন্ধ প্রণয়ে ডুবেছিলাম এতকাল, তুমি ভ্রুক্ষেপ করনি।
অবহেলায় অযতনে রেখেছো দূরে, কোন কথা শুননি ?
হৃদয় অঞ্চলে ব্যথা জ্বলে আর চিৎকার করে বলে।
শান্ত হৃদয় বিক্ষিপ্ত করেছো, প্রতি পলে পলে।
বুঝিনি তব পরান এমন ছিল, রাখনি কোন স্মৃতি?
বিশ্বাস ভেঙেছো, প্রেম হারিয়েছি, সব বুুঝি নিয়তি।
রচনাকালঃ ২০/০৪/২১ইং
দুপুর: ১২.০৪ মিনিট