আমি এই পৃথিবীতে না থাকলেই বা কি?
নিঃশব্দে একদিন চলে যাবো....
তাতে কারো কিছুই আসে যায় না....
কথাগুলো বলতে দু'চোখ ভিজে যাচ্ছে !
হৃদস্পন্দন বারংবার যেন থেমে থেমে কম্পিত হচ্ছে.....
প্রিয়জনদের মুখগুলো নয়নের আরশিতে জ্বলজ্বলিয়ে ভাসছে
আর চিৎকার করে বলছে কোথায় তোমরা স্বজনেরা?
কই হাত বাড়ালাম কেউ তো নেই নিকটে !
হয়তো তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছি.....
বিদগ্ধ অশ্রুপ্রাতে সলিলও কণা অনলের শিখা হয়ে
ঝরে পড়ছে বক্ষের মাঝারে।
নিদারুণ একাকিত্ব ঝাপটে ধরেছে নিঃসঙ্গতার মাঝে,
ওকে ফেলে চলে আসতে আজ আমি অক্ষম.....
জানি তো, হে পৃথিবীর মানুষ আমি যদি ধরায় নাও থাকি
তাতেও কারো কিছু আসে যায় না !
শুধু কিছু স্মৃতি নিয়ে বসে কাঁদবে প্রিয়পাত্র স্বজনেরা !
নিষ্ঠুর এই ধরণীর মাঝে মুছে যাবে সব মণিকুঠা থেকে
আর আমি পরে রইবো পরপারে বিদেহী কায়ায়।









রচনাকালঃ ১৩/১২/২৪ইং