নারী তুমি মাতৃরূপের মূর্তি,
জঠর জ্বালা সহ্য করে দেখালে ধরণী।
আগলে রাখো আঁচল তলে,
সন্তান রক্ষার্থে হও শক্তিরূপিণী।

নারী তুমি অর্ধাঙ্গিনীর জ্যোতি,
ভালোবেসে আগলে রাখো সংসার ঘরনি।
প্রীতির ডোরে বেঁধে করো বন্ধন,
প্রগাঢ় প্রণয়ের অমোঘ অনড় স্বজনী।

নারী তুমি মম অস্তিত্বের দুহিতা,
অঙ্গক্রান্তি অরূপ মায়ায় স্নেহের বলয়ে অঙ্কিতা।
পিতৃকুলের কুলীন কর্মা মর্যাদা অর্জনে,
সচেষ্ট থাকে মাতাপিতার চরণে ভক্তির মেখে রঞ্জিতা।

নারী তুমি ভগিনীরূপে এলে ভুবনে,
ভ্রাতার শ্রদ্ধায় নিজ সমর্পণে অন্তর ভরালে।
অন্তরে নিয়ে জ্ঞানের আলো বিচরণ যবে,
নারীশক্তির অন্য রূপ প্রকাশ করালে।

নারী তুমি নরের পূর্ণশক্তি,
শূন্য ধরা পূর্ণ করো প্রণয়ের ডোরে বেঁধে।
তাঁর সম্মান  ঊর্ধ্বে রাখবো,
জয়গান করি নারীত্বের  মহত্ব ভরা তেজে।







রচনাকাল: ২৩/০৭/২১ইং
দুপুর: ০৩.২৭ মিনিট