মা-বাবা শ্রেষ্ঠ সম্পদ এই ধরণীতে।
বিধাতার সৃষ্টি অমূল্য রতন প্রাণের খাঁচাতে।
কোন তুল্য নেই তাদের কোন বিনিময়ে?
অমর হোক সারা জনম, পূজবো পরাণে লয়ে!
জন্ম মম সার্থক ওগো তাদের মমতায়।
শিরে রাখবো, মৃত্তি যদি খায়, তাই মন দেয়না সায়!
হে বিধাতা, আপনার চরণে সদা একটা প্রার্থনা।
জনম দিলে দিয়েন এদের আলয়ে, মম এই কামনা!
তন্ময় চিত্তে ভজিবো তাদের হৃদ মন্দিরে।
মর্মপীড়া সইতে দেবোনা, সুখে থাকে যেন অন্দরে।
পবিত্র বলয়ে ঘেরা মোদের পবিত্র বন্ধন।
চরণ সলিল পানে মম, পাপ হয় যেন কর্তন।
মম আরাধ্য প্রেম মূর্তি হৃদয় ধারণে,
ধরণীও ছাড়তে পারি, রবো তাদের স্মরণে।
শূণ্য পরাণ পূর্ণ মম, দুহের অমৃত প্রণয়ে।
মৃত্যুও যেন সার্থক হবে, যদি আসে অসময়ে।
ধন্য আমি পূর্ণ আমি পবিত্র হয়েছি আজ,
মুগ্ধ চোখে চেয়ে দেখি যুগল মূর্তির সাজ।
হে বিধাতা, আপনাকে প্রণাম্য কোটিবার।
হস্তে দিলেন রত্ন আমায় প্রণতি বার বার।
মন মানেনা সুদূরে বসে কাঁদি দিন-রাত!
মম আয়ু ক্ষয় হউক, তাদের না হয় আয়ুপাত ।
প্রণতি রাখি তাদের চরণে, জীবন এভাবেই চলে যাক।
অমৃত ছেড়ে কোথায়ও যাবো না, নয়তো হবে দুর্ভাগ্যের অব-কাশ!
রচনাকালঃ ০৩/০২/২৪ইং