বিমূঢ় ভাষ্য গুপ্ত বাসনালয়ে নিষ্ঠুর যাচিনা।
গোপন পরামর্শে যুক্তিবিরুদ্ধ কথ্য ভঙ্গুর রচনা।
কর্তব্যবিমূঢ় জ্ঞান গর্ভতলে আমানুষের দল।
বিবশিত নষ্ট প্ররোচনায় করে অদল-বদল।
নিশ্চল মানসে অকোতভয়ে বিবেক বিসর্জন।
স্পৃহা তীব্র অস্পর্শ কন্ঠে গুপ্ত শাণিত অর্জন।
প্রবৃত্তি যেথা আপনও যেনে সভার পতিই মূলে।
নিয়োগ বাহুল্য অর্কমন্ড সবে বুক ফুলে চলে।
অতিষ্ঠ সকলে আজ সমালোচকের জয়ে।
প্রতিকূল আর নাশকতা মন্দ সমাজ লয়ে।
চুলচেরা তর্কের জোর বিশালতায় বলিয়ান।
মন্ত্রণা সারে আপন আলয়ে দেখায় বুদ্ধিমান।
রচনাকালঃ ২৯/১২/২৪ইং