আমি যতই হারিয়ে যাই, তব প্রণয় মায়ায়।
ততই করেছো ছলাকলা, তাও রয়েছো পরানের কায়ায়।

সন্ধি পাতিয়ে বন্ধি করেছো, মোরে অদৃশ্য রজ্জু দিয়া।
মায়ার কলেবরে, দৃঢ় মনে পণ করেছি তুমিই মম হিয়া!

অন্তরে তব নতুন মানুষের আনাগোনায় দিলে সায়।
গুপ্ত বাসনায় যাপিত করো মন্থনে দিবা-নিশি হায়।

কত গঞ্জনা দিয়েছো মোরে অবজ্ঞার সহিত ?
বিষ কন্ঠে বুলি আউরাও মন করলে রহিত।

তুমি মোহিনী ললনার আবরণে, মিথ্যে ভরা আশ্বাস।
ভ্রষ্টা প্রণয়িনীর অন্তঃকায়া  অযোগ্যের আভাস।

হৃদয় গহিনী, কেন মন প্রপাতে প্রেমো পুষ্প রচালে ?
অবহেলায় চলে গেলে, মনের কেন ক্ষতি করলে ?









রচনাকালঃ ৩০/০৫/২৪ইং