আম্র কাননে  কুহেলি আচ্ছন্ন, দক্ষিণের দোলনায়।
পত্র-পল্লবে হিম জড়ানো মৌনের খেলায়।

রাঙ্গা চরণে নূপুর ঝংকারে, কে গো তুমি বিচরণ হেথা?
দৃষ্টিগোচর আবছা আবছা সাদা উরনায় সেথা।

কখনো এদিক  কখনো ওদিক দৃষ্টি ছড়ালে।
চঞ্চল মনে ফিরে ফিরে মন রাঙ্গালে।

গুনগুন সুরে মায়াবতী চলে অরূপের অঙ্গনা।
মনের ডানা মেলে উড়ে ছন্দে কাঞ্চনা।

মনে এঁকে সপ্ত রঙ্গা, প্রকৃতির কোমল আঁচে।
কোকিল তানে সুর মিলিয়ে, বন্য প্রেমের ধাঁচে।

অধরা ভুবনের স্পর্শে তনু, নিত্যে চিত্ত ভাসে।
কর্ণ কুহোরে শিহরিত ধ্বনি মিলন অনায়াসে।

পরাণে বিলিয়ে মমতা বন্ধন, ঊর্ধ্বে নিশি সকাশে।
মৃত্তি ধূলি ললাটে লেপন,  মনস্থ শত অবকাশে।

পথহারী, চলে ফিরি তোমা পিছু পিছু।
জল কণা গাত্রে নিলে কিছু, তবুও তুমি পিপাশু।







রচনাকালঃ ০৯/১১/২৩ইং