বাংলা আমার মাতৃভাষা, গর্বে ভরে বুক।
বারংবার দেখি মম বাংলা মায়ের মুখ।
ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছে, স্বীয় সন্তানেরা।
ঊর্ধ্ব কন্ঠে, ঊর্ধ্ব শিরে, রাজপথে, বঙ্গের ছেলেরা।

বাংলা আমার মাতৃভাষা, প্রেরণা জাগায় অঙ্গে।
অখণ্ড মম সৌভাগ্যের জনম, নত শির সদা বঙ্গে।
জননী জন্মভূমির ধূলি মাখি বদনে।
হারাতে দেবোনা মাতৃভাষা মম, বলে ফিরি ক্রন্দনে।

বাংলা আমার মাতৃভাষা, মায়ের শিখানো বুলি।
পরানে গাঁথা, অন্তঃস্থলে আঁটা, তা কি কখনো ভুলি?
জননীতুল্য মাতৃভাষা, শ্রদ্ধায় করবো কদর।
মান রেখেছি, বান ভেঙ্গে, সবে করেছি সমর।

বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার প্রাণ।
বাকবন্দী অন্তঃস্থলে শোভিত, রবে হৃদয়ে অম্লান।
তোমায় যাচি মুক্ত কন্ঠে গহীন আবেশে।
প্রেমে ভাসি নয়ন জলে তব পরশে।

বাংলা আমার মাতৃভাষা, বর্ণে মত প্রকাশ।
সুখে হাসি, দুঃখে কাঁদি, পরিব্যাপ্ত হৃদয় আকাশ।
রণাঙ্গনে বিক্ষোভ মিছিলে প্লে-কার্ড উত্তোলন।
রাষ্ট্রভাষা বাংলা চাই, মৌন রবেনা তো মন।

বাংলা আমার মাতৃভাষা, নিপাত করবো শত্রুর গুপ্ত বিছানো জাল।
সংঘর্ষ করে, নির্যাতন সহে, মোরা তো বাংলার কাঙ্গাল।
শত্রু হতে ছিনিয়ে আনা, বাংলাই মোদের আশা।
বঙ্গবাসী ভালোবাসে, বাংলায় মাতৃভাষা।





রচনাকালঃ ২৩/০৪/২১ইং
রাতঃ ১০.০৬ মিনিট