জনম আমার স্বার্থক মাগো
যবে আগমন তোমার জঠরে।
বিকশিত করেছো গভীর যতনে
তব তনুর অন্দরে।
আকড়িয়ে ধরেছো তব বক্ষে
পরম মমতায়।
কত যন্ত্রণা হার মানে জননী
তব ভালবাসায়?
নির্ঘুম কত রজনীতে, জাগরিত আঁখি?
ক্রন্দনে মোরে করেছো শান্ত ।
কোমল আদরে, গহীন ভালোবাসায়,
তবু হইনি ক্ষান্ত ।
মম মস্তক অবনত মাতা তব চরণে।
মাতৃসেবাই পরম ধর্ম।
রিক্ত জীবন পূর্ণ যদি হয় মাগো!
তব সেবা হউক, মানব জনমের কর্ম।





রচনাকাল: ১৬/০৬/২০ইং
রাত: ১১.১০ মিনিট