অব্যক্ত দমিত ক্রোধ, সৌম্যত্বের নিদর্শন।
হামবড়া মনোভাবের জন্য নীতির বর্জন।
সম্মানসূচক মন্তব্য করে দলীয় চাটুকার মহল।
সমাজপতি চলে সম্ভ্রম লয়ে, জনপদের বল।
দর্পানলে বেশ ভূষায় দেখায় অমায়িক স্বীয় মন ।
দম্ভ হেরা সংকীর্ণ চিত্ত অসত্যে করে গুঞ্জন।
পূজনীয় মদত দাতার চরণ যবে সম্বল।
সমাদর করে ভরিয়ে তোলে অন্দর মহল।
হানির ভয়ে মানী লোক, গ্রহণ করে মুখ্যভাজন।
স্বার্থের নেশায় ঈর্ষান্বিত মনে যুক্তিতর্কে ক'জন।
ব্যক্তিত্বের কলহে করুণ দশায় বুক ভরা ক্রন্দন।
স্বীয় মর্যাদা ব্যর্থতায় পর্যবসিত, দূর হবে কি মানভঞ্জন?
রচনাকালঃ ৩০/০১/২৫ইং