মোর আলয়ে এসেছিলে যবে
বসেছিলে মোর পাশে।
সমীপে এলে বিকশিত চিত্ত লয়ে
বেখেয়ালে রইলে মিশে।

চঞ্চল আঁখিতে কত যে প্রেম
নিয়ে এসেছিলে তুমি?
শাণিত দৃষ্টির দৃঢ় প্রত্যয়ে,
তব হৃদয়ের ধ্বনি যেন শুনি।

শঙ্কিত নয়নে চেয়েই থেকেছো
পুলকিত যাচিনায়।
প্রণয়ের সঙ্গ নিয়ে মেতেছো
নির্বাক ভাবনায়।

অগ্রাহ্য করে ফেলে গেছো চলে
একটুও ভাবনি!
তব তরে ছুটে গেছি প্রিয়ে
তবুও ভালোবাসোনি।

বঞ্চিত রেখেছো তব সোহাগ হতে
ওহে মন্দভাষিণী।
তিক্ততার কষ্টে রুহু কেঁদেছে
কেন শুনোনি?

নিঃস্ব হয়েছে বুকটা মম, জানি গো
তুমিও খেয়েছো ধোঁকা!
মিষ্টি প্রেমের ক্ষণিকের মায়ায়,
তোমায় হারালাম লোপা।








রচনাকালঃ ১৪/০৯/২৪ইং