যার পরানের সহিত বেঁধেছিলাম সখ্য প্রণয়ের মায়ায়।
তার মিষ্টি মুখের মিষ্ট কায়ায় হারাতাম সৌন্দর্যের ছায়ায়।
এক জীবনে সে রয়েছে মোর পূত পবিত্র ভালোবাসায়।
যবে মিশেছি একাকার হয়ে গেছি ক্ষণিক বেশে আসায়।
অল্প দিনের প্রণয়ে এসেছিলো, এই অবুঝ পরানের খাঁচায়।
অপলকে তুমি দেখতে মোরে প্রণয় ভরা নয়নের ভাষায়।
আজো মনে পড়ে সেই আঁধারে, তোমার চুম্বনের স্পর্শ।
পুলকিত দুহের প্রথম পরশ হৃদয় মেতে করেছিলো হর্ষ।
কত বর্ষ দেখিনা তোমায় কাতর নয়ন যেনো কাঁদে !
পঞ্চদশী রমনী ছিলা আমার বক্ষের গহীনতম খাঁদে।
হে লক্ষী বালিকা কেন বেসেছিলে এতো ভালো?
তব স্মৃতি আজো মণিকুঠায় সাজানো প্রদীপ্ত আলো।
তোমার প্রণয়ের আবেগ যবে কাঁদায় অশ্রু জলে অক্ষি।
আমার প্রাণ প্রতীমা তুমি প্রিয় ভালোবাসার লক্ষী।
রচনাকালঃ ০৮/০১/২৫ইং