কান্তিময়ী তনুর বরণ, অতুল্য তুমি শুধুই তুমি।
শশী-কলা সর্বাঙ্গে মাখা, কোথায় তোমার ভূমি?
কোমল পরশে ছোঁয়া হয়নি তব পদ্মরাঙ্গা হাত।
উপমাহীন তব মুখ ললিত, হৃদে একেঁছি সারারাত।
অন্তদার্হ অভিশপ্ত সম, মম জীবন, সন্তাপ করে বাস।
তুমি ছিলে সকাশে যবে দুঃখ দেয়নি তো আভাস!
প্রাণপ্রতিমা অস্পর্শ্য তুমি রয়েছো বহুদূরে।
ভিন্নজনের সনে বিবিধ প্রকরণে, দেখলাম এক ভোরে।
সর্বাঙ্গ চর্চিত চন্দনে পেয়েছি তব কায়ারও ঘ্রাণ।
আমি পরাজিত ঐ ওষ্ঠ ভেঙ্গচি দর্শনে, দেহে নেই তো প্রাণ।
প্রিয় ললিতে, কেন আজি চুপ বসে নিঃশ্চুপ গুপ্ত ভুবনে?
ডাগর নয়নে প্রেমের সরসী বাধঁন হারালে কি সাধনে?
প্রমত্ত রইগো তব সৌহার্দে, তোমায় চাইনা অনিত্য।
বিলাসী নও, তুমি শখের ললনা প্রণয়ের লালিত্য।
রচনাকালঃ ৩০/১১/২৪ইং