ঐ দিনটি ছিল ঝরঝর শ্রাবনধারা।
মেঘযুক্ত গগনে, মাঝে মাঝে উঁকি দেয় উজ্জল বিজলী।
কদম্বতলে দাঁড়িয়ে শূন্য চরণে,
বসে ছিল মোর সজনী।
সুদীর্ঘ দিন পূর্বে, বলেছিলে এমন এক প্রাতে।
না বলা কিছু কথা, যা মনে ছিল আঁকা।
তব আঁখিতে দেখেছি আমি, কতো যে প্রণয় অভিলাষ?
সবি যেন, পরানে রয়েছে গাঁথা।
হঠাৎই যেন আবেগী মন, জানি না কিসের তাড়নায়!
শ্রাবনধারার এমনও প্রাতে তব চেতনায়।
জানালার পাশে দাঁড়িয়ে, একাকী উদাস মন!
এই এলো বুঝি, তব গলার স্বর।
মনের এক কোণে যে, এখনও তুমি!
বুঝলাম, কুড়ি বছর পর।