লাম্পট্যে ভরা চরিত্রের বিকার পঙ্কিলতার কায়া।
অসৎ নারী পতি বিমুখী, জীবনে কলঙ্কের ছায়া।
ব্যভিচারিণী ঘরে ফিরে পুরুষ সঙ্গ করে।
কলুষিত মনস্থলে, পরগামী রমনের চিন্তা ভিড়ে।
হঠকারিতার সূত্রে বাঁধা ওদের ভুবন।
সুন্দর মুখের পশ্চাদে থাকে অলীক স্বপন।
পুরুষ দর্শনে খুশি মনে করে হৃদয়ে কামনা।
নিজ অধীনে নিজের বশের, প্রয়াসের বাসনা।
অঙ্গক্রান্তি রূপের মতি, মেলে দেয় নাট্য মঞ্জিলে।
সরণির পরে ফুল ছিটিয়ে বলে, সখা কি বুঝিলে?
তব তরে দাঁড়িয়ে আছি জনম জনমে।
কেন করলে এত দেরী কেন রইলে উন্মনে?
প্রিয়, তুমি বিনে কে বা আছে এই পরানে?
শান্ত করো বুকে লয়ে মধুর মিলনে।
রচনাকালঃ ২১/০৮/২৪ইং