ভাগ্যহত মানুষ সয় কত ভোগান্তি?
দৈন্যতা লয়ে জীবন কাঁটায়, কি যে অশান্তি?
দারিদ্রতা অতিক্রম করে কত হতদরিদ্র?
শুষ্ক বদনে দাঁড়িয়ে বলে কি যে কষ্টের সমুদ্র?
এ দ্বার থেকে ও দ্বারে যায়, তাড়িয়ে দেয় কত ঘরণী?
অসহায় হয়ে দ্বারে এসেছি, আমি আজ তোমাদের স্মরণী।
অন্নমাতা দিওনা মোরে দিওনা তাড়িয়ে।
অন্নথালা তব সম্মুখে দিওনা ফিরিয়ে।
ভৎসনা দিয়ে রক্তিম আঁখি ফুলে করোনা লাল।
কম্পিত কন্ঠে মিনতি করি, মোরে ভেবোনা জঞ্জাল।
মলিন বদনে কিসের যে অভাব, জ্বলে উদরাগ্নি?
দূর হতে শুনি ক্রন্দন ধ্বনি, কাঁদে মোর ভগিনী!
দাঁড়িয়ে রয়েছে আশায় তারে কি বলে বুঝাই?
পাইনিরে এক মুঠোও অন্ন, এই গরীবকে কেউ দেয়না ঠাঁই !
হৃদয় চিরে চৌচির মম, এ কষ্টের নেই যেন শেষ !
সরণির তলে লুটিয়ে বলি কারো আমি নইতো বিশেষ !
অবহেলায় ছিটিয়ে দেয় পথের ধূলি।
ক্ষুধার জ্বালা কত যে কষ্ট, বুঝেনা এই মানুষগুলি?
রচনাকাল: ০১/০৯/২০২০ই
রাত:১১.৪৫ মিনিট