কি দিয়ে তুলনা করবো ভেবে হই বিস্ময়বিমূঢ়?
আমার কি আর সাধ্য আছে সবটা বুঝানোর?

পূর্ণ লালিত্যের ছোঁয়া বদন জুড়ে সেঁ অরূপী।
আঁখি দেখি আর ভাবী তারকাও দেখে চুপি।

বহুরূপের সেঁ যে আরশি নীলাম্বর পদ্মের পাপড়ি।
ভ্রুযুগলের মায়ায় যেন স্বয়ং পড়ালাম বেড়ি।

ললাটে শোভিত চন্দন চর্চিত দিব্য রূপবান।
ভুবন মোহন বশে অম্বরী, সপ্ত রংয়ে অভিন্নমান।

কেয়ুরবান কিরীটিধারী কৌস্তুভ লয়ে পীতাম্বরং
ধরং নিত্যং ময়ূরপুচ্ছ, কনক আভাতে অরূপে আবৃতং।

হাস্যোজ্বল ওষ্ঠ দুহে পদ্ম পলাশ হেলে খেলে।
বর্নণাতীত কৃষ্ণের হাসি, দর্শনে আত্মহারা প্রেমানলে।












রচনাকালঃ ৩১/০১/২৫ইং