কবির মনের পঙক্তিমালা সাজিয়ে রচানো।
অন্তঃনিহিত কত যে ভাব রয়েছে জড়ানো?
কখনো আবেগ কখনো ব্যথা মনে করে খেলা!
নির্জন-নিবৃত্তে তন্ময় চিত্তে, কাঁটায় সারাবেলা।
মন হারায় প্রকৃতির অতল গহীনে, মিশে করে খেলা!
অব্যক্ত রত্ন লিপিবদ্ধ করে, নিত্য সর্ব বেলা।
বিকশিত নয়ন ভরে, প্রকৃতির অরূপ লাবণ্য হেরে।
অবগাহন করে প্রেম সলিলে, শূন্য হৃদয় শরীরে।
কবির কলমে বিচলিত বাক্যে আপ্লুত হৃদয় !
দ্বিধান্বিত সংকীর্ণ ভাষা, জড়া প্রকৃতি নয়।
উদয়মান তাঁরা দেখে, খুঁজে রাতের প্রকৃতি।
চন্দ্রমার রূপে তুল্য করে প্রিয়ারে, ভাবের প্রতিমূর্তি !
একনিষ্ঠ গহীন ভাবনায়, মন দেয় অন্য ভুবনও পাড়ি।
সঞ্চিত করে মুক্তদানা, উড়ে চলে কাব্যিক অম্বরী।
প্রতিবাদেও কলম চলে, শোষকের মানিনা প্রভুত্ব।
বজ্র হস্তে লিখে ফিরে নিত্য-নৈমিত্ত।
কল্পনায় হারিয়ে যায়, চোখে ভাসে নানান ছবি।
ভাবনার রূপ প্রত্যেহ, সৃজন করে কবি।