হে কবি সম্রাট, তব চেতনায় মম হৃদয় উদ্ভাসিত পলে পলে।
বিমুগ্ধতা লয়ে পড়ি তব রচনাশৈলী, নিত্য আঁখি কমলে।
আয়ত নয়নে ভাসে গো তোমার প্রেম কাব্য-কলা।
শূন্য পরান খুলে দিয়ে, প্রকৃতি হতে লুটিয়ে নিয়েছ, অব্যক্ত বর্ণমালা।
বর্ষাময় গগনে শ্রাবণের ডাকে, তব কবিত্বের প্রথম প্রকাশ।
সেই থেকে ধীরে ধীরে প্রকাশ্যমান আলোকদ্যুতির মতো, পঙক্তিময় হৃদয়ের আকাশ।
নির্জন নিবৃত্তে একলা কখনো, হয়তো কোন ভ্রমন বিলাসে?
নিরীক্ষণ করেছো প্রকৃতির অপার সৌন্দর্য, বিকশিত মনে, হর্ষময় অভিলাষে।
তব ভাবনার আকাশে প্রেমময় ছন্দ দোলে দোলে ভিড়ে!
পঙক্তিমালায় সাজিয়ে লও তব কাব্য মাধুর্যকে ঘিরে।
কাব্য রচনার শিখরে তব নিত্য বিচরণ।
উন্মুক্ত হৃদয়ে গহীন আবেশে, কলমের সিক্ত আলিঙ্গন।
সর্বস্তরে তব স্পর্শে, উন্নত আজ বঙ্গ সাহিত্য।
সমুন্নত চিত্তে, নিজ বৃত্তে, অম্লান হউক তব কবিত্ব।
হে কবিগুরু, তব চরণে বিনম্র চিত্তে জানাই প্রণতি।
কাব্য সিদ্ধতায়, বিশ্বসভা তোমায় দিয়েছে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি।