গভীর মিলনে চেপে ধরা
গুপ্ত রস লেহন।
অধরের গায়ে অধরের সুর
নীরব ভাষার কথন।
স্বল্পভাষী অধর দুটি
দেহে খায় চুম্বন।
পৃথকী তার মোহনার স্রোত
অধরের গায়ে লেপন।
বাঁকা অধরে মিষ্টি রসের
অতৃপ্ত বাসনা।
জড়িয়ে থাকে একের পর এক
মিটে তৃপ্ত রসনা।
সিক্ত ওষ্ঠে আছে মধু
রক্তরাঙা অধর।
কেঁপে উঠে আবেগ বেয়ে
ধরে করে আদর।
অলি বসে ফুলের বুকে
লুন্ঠন করে মধু।
অধর বসে অধর দেহে
আঁকায় সৃষ্টির বিভু।
আলিঙ্গনে জড়িয়ে থাকা
অধর দুটির পরশ।
মিলিয়ে নেয়া ভেজা অধর
চুম্বন করে আপস।