বিশ্ববিধাতার দয়ায়
ধরিত্রীর বুকে আগমন।
তমসা ভরা সুপ্ত  জঠরে,
আমায় করেছো লালন।
অরূপ সৃষ্টি কায়া
স্রষ্টার অতুল্য সৃজন।
হে  বিধাতা, পৃৃথ্বীর বুকে
আমায় এনেছো, দিয়ে ক্রন্দন।
গহীনে নিদ্রামগ্ন, সুপ্ত গর্ভ প্রকাশ,
প্রসবে মায়ের বরি জড়ালে।
জঠরাগ্নির তীব্র ব্যথা,
সর্বাঙ্গে তনুতে ভরালে।
শুদ্ধ চৈতন্য গর্ভা,
পলে পলে বিকশিত মুকুল।
জন্মলগ্নের ক্রন্দন ধ্বনি,
চারিদিকের যেন সুরগুল।