জীবন মানে, চলতে শেখায় বাস্তবতার পথে।
জীবন মানে, বিশাল যুদ্ধে আটকে থাকা রথে।

জীবন মানে, অভিজ্ঞতা লয়ে নানা দিকে বিচরণ।
জীবন মানে, বৈচিত্র্যের মায়ায় ঢাকা আবরণ।

জীবন মানে,  কষ্ট লয়ে চলে দরিদ্র ক'জন।
জীবন মানে, পথ শিশুর ক্ষুধায় কাতর নয়ন।

জীবন মানে, সরণির পরে শুয়ে থাকা নিথর প্রাণ।
জীবন মানে, শীর্ণ বৃদ্ধের পরাজয়ের উপাখ্যান।

জীবন মানে, দুঃখ-দৈন্য সদা চারিপাশ।
জীবন মানে, হাসি দিয়ে অভাবের পরিহাস।

জীবন মানে, পরিজনের সহিত মন খুলে হাসা!
জীবন মানে, সমাজটাকে মন থেকে ভালোবাসা।

জীবন মানে, আত্মত্যাগের একটি চিরকুট।
জীবন মানে, দৃঢ় প্রত্যয়ে বন্ধুত্ব হয় অটুট।

জীবন মানে, এগিয়ে চলা সত্যের সন্ধানে।
জীবন মানে, কিছু স্মৃতি ক্রন্দিত অঞ্জনে!

জীবন মানে, মাতা-পিতার নিঃস্বার্থ ভালোবাসা।
জীবন মানে, আপন জনদের সুখী করার আশা।

জীবন মানে, ঠাকুরমার বলা ভাই তুই কেমন আছিস?
জীবন মানে, প্রিয়জন সখি তুমি মম আশিস!

জীবন মানে, দাদুর মুখটা ভেসে উঠে আঁখির তারায়।
জীবন মানে, চোখের কোণে স্বপ্ন ভঙ্গের মেলায়।

জীবন মানে, মৃত্তি কলেবর শ্মশানে জ্বলবে হয়ে যাবে ছাই।
জীবন মানে ফুরিয়ে যাবে, কেমনে তোমাদের ছেড়ে যাই?







রচনাকালঃ ০৪/০৬/২৪ইং