শুনেছি ভালোই আছো, নব জীবন লয়ে।
নয়া সংসার, নয়া সঙ্গী, আনন্দের বহর নিয়ে।

বিকশিত পল্লবের ন্যায় মেলে দিয়ে ডানা,
উড়ে ফিরো অম্বরী নীরে নেইকো তব মানা।

সপ্ত রঙ্গে মন সাজিয়ে জীবনের চিত্র অঙ্কণ।
গুপ্ত মনে খুঁজে ফিরো, প্রগাঢ় নিবিড় বন্ধন।

হৃদে লালিত আড়ালের প্রেম সঙ্গে নিয়ে গেলে।
ব্যাপিত বাসনার প্রকটমায়া, প্রিয়রে যবে ঢেলে দিলে।

হে ক্ষণিকা, তবে কেন এসেছিলে মম পরাণে প্রেম পুষ্প লয়ে?
প্রণয় জড়িয়ে উষ্ণ ঠোঁটের পরশ দিলে মোরে, লুকায়ে অভয়ে!

রক্তিম অধরে বেয়ে পড়ে গো আহ্লাদের আঠখানা,
সিক্ত প্রণয়ে আকুল করে, বিরক্তে বলে এখন দূরে যানা।

দূরে রেখে চলে গেছো, স্তব্দে কান্নার আহাজারি!
মন্থর পরাণে অতীব দহন আজো পলে পলে মরি!

যদি কখনো সরণি ধরে দেখা হয় হঠাৎ একদিন।
বিমুখ করে কি তাকাবে অন্যত্র নয়তো সেদিন?






রচনাকালঃ ৩১/০১/২৪ইং