তব প্রণয়ে উদ্ভাসিত হই পলে পলে !
দূরে থেকেও নিকটে রয়েছো হৃদয় কমলে।
যবে ছিলে মম পরানে, মৃনালের ন্যায় শাখা মেলে।
শুষ্ক মরু প্রান্তর সবুজে ভরালে, প্রেমের অন্তরালে।
এঁকেছি কত ছবি তোমার আড়ালে গোপনে ?
মগ্ন চিত্তে বিকশিত মনে, ভাবনায় গহীন স্বপনে !
আড়চোখের সেই ভালোবাসা আজো জড়ানো।
আঁখির সলিলও ধারায় বলতে না পারা কথা সাজানো !
প্রথম প্রণয়ের প্রেয়সী গো তুমি, সুপ্ত রাখা কল্পনা।
সুধাই ফিরে মম হৃদয়কে, দেই অলীক সান্ত্বনা।
তব তরে আসক্তি মেটানো, যেনো ভীষণ দায় !
বিক্ষিপ্ত হলো মম হৃদয়, তুমি দাওনি সায়।
ক্ষণিক দৃষ্টির আঁখির ভাষায়, বুঝে গেছি সব।
মোহিত আমি, তুমি তো নও, নিস্তব্ধ তব জব !
লোকচক্ষুর ভয় পেরিয়ে, তব পিছু হেঁটেছি বারংবার।
প্রণয় সলিলে সিক্ত হয়েছি প্রতিক্ষণে, অপেক্ষায় তব আসার।
ভ্রুক্ষেপ করে দূরে সরিয়ে, অবহেলায় হেসে হয়েছো লাল !
জানিনা কেন তোমাতেই হেরি, ওহে মোর তমাল ?
ঘৃণ্য চোখে দেখে বলো, ওতো আমার নয় !
ফিরে যাও স্বীয় দ্বারে, হৃদয় করতে পারবেনা জয়।
ভারাক্রান্ত হৃদয় লয়ে, চলে গেছি তোমা হতে দূরে !
আর যাবোনা তোমায় দেখতে ঐ রাস্তার মুড়ে।
কখনো এসোনা মম চেতনায়, জীবনের হবেই একটা দিশা ?
হঠাৎ দেখার অলীক মোহ তুমি, কাঁটিয়ে উঠেছি তব নেশা !