হে প্রভু, তোমার পূজার কালে আরতি সাজায়ে।
গন্ধ-পুষ্প সঙ্গে লয়ে, একাগ্র মনে।
কীর্তন করে যাই শুধু, তব গুণগান।
তোমাতে শপেছি আমি এই মন প্রাণ।
ভক্তিভরে তোমার তরে অর্ঘ্য সাজাইয়া।
তব চরণের অর্পিত পুষ্প
লহ না হাসিয়া।
গলে শোভিত পুষ্পমাল্য
হে প্রেমময় তুমি নিত্যদিনের স্বামী।
রচনা করেছো বিশ্বব্রহ্মান্ড
স্বর্গ-মর্ত-পাতাল আর ভূমি।
নিবেদন করি জল-নৈবেদ্য
প্রভু তব সম্মুখে।
অশ্রুসিক্ত প্রার্থনায় বসে
শুধু ভাবি তোমাকে।
তব চরণ দর্শনে মম
দূরে সরিলো মনের অন্ধকার।
মস্কক নুয়ায়ে অঞ্জলি দিয়েছি ভক্তিভরে,
হে প্রভু লহ নমস্কার।
রচনাকালঃ ১৪/০৭/২০ ইং
সকাল: ১১.৪০ মিনিট