হাসিে আনে মনের নির্মলতা।
হাসি প্রাণের আলো।
হাসি হেসে সম্মতি দেয়।
হাসি ঠোটে জড়ালো।
হাসি আমি ভালবাসি
মলিন ভরা মুখে।
ওষ্ঠ কোণে লুকিয়ে থাকে
বের হয় সুখে।
হাসি মানে আনন্দ।
হাসি, ভরিয়ে দেয় প্রাণ।
হাসি সরায় ব্যাকুলতা।
হাসি অম্লান।
হাসি মানে আবেগী মন।
হাসি, শান্ত করে অভিমান।
হেসে হেসে জয় করা যায়,
শত অকথ্য-অপমান।
হাসি আসে মমতা লয়ে।
হাসি, সুখের প্রতীক।
হাসি ছাড়া সব বিষাদ।
হাসি আবার আশীষ।
হাসি দিয়ে দূর হয়ে যায়
সর্ব দুঃখ-বেদনা।
হাসি যেন আমার অমর হয়
এই প্রার্থনা।
বিকালঃ ০৩.২৫ মিনিট
রচনাকালঃ ১৩/০৭/২০ইং