চিন্তায় মরি বার বার, কোথা হতে আগমন?
ভবের খেলা সাঙ্গ হলে, অন্তিমে পরলোকে গমন।

নিত্য-অনিত্যের মধ্যে স্থূল অবয়ব লয়ে।
কত যে অহং মোদের, বৃথায় সময় যায় বয়ে?

মন্দ ভাবনা মন্দ কামনা সঙ্গে নিয়ে গেলে,
কালের গহরে রইবো পড়ে, অতীত হবো সকলে।

সংসার লয়ে ভাবতে ভাবতে বার্ধক্য দেহে বাঁধে।
অপূর্ণ রইলো মূল কর্ম, বৃথা বইলাম বুঝা কাঁধে।

কহে ফিরি, ত্রাহি মাং ত্রাহি মাং নগণ্য জীবনে।
অন্ধ সঙ্গ যাপিত মম, মূর্খ বনে মিশে, কাঁদি সিক্ত অঞ্জনে।

শূণ্য জীবনে রইলাম একলা শেষ ঠিকানায় বসে।
সেথায় যেতে হবে মম, গন্তব্যের সময় যবে আসে।





রচনাকালঃ ২৩/০১/২৪ইং