একদা রজনী প্রাতে, দরজায় কড়া নাড়িল।
বাহির হতে কন্ঠ ভেসে আসিলো,
বলিলো দরজা খুলো হে।
কম্পিত স্বরে স্বজুড়ে কহিল,
আমায় বাঁচাও ঐ দুর্বৃত্ত হতে।
করি নাই আমি কোন ক্ষতি তার ?
তবু কেন আমার পিছু ?
কুকর্ম করেছে তা দেখেছি,
তাই পিছু নিয়েছে এই অবুঝ শিশুর।
সুধাই আমি তার নিকট,
তুমি নির্ভয় হয়ে যাও।
করবো না আমি ক্ষতি তব ।
দয়া করে, এটুকু শুনে নাও।
রচনাকাল: ৩০/০৬/২০ ইং
বিকাল: ০৩:৩৫ মিনিট