নরাধম হায়নার দল, বিকৃত চিন্তা লয়ে।
ঘুরে ফিরে দ্বারে দ্বারে কাম পরবশ হয়ে।
সমাজের হয়েছে অধঃপতন, অমানুষে ভরে গেছে বহু।
আতঙ্কিত মা-বোনেরা, ভঙ্গুর সমাজের শক্তিহীন বাহু!
সরণিতে দাঁড়ায় দৃষ্টির সীমানায়, দেখে কে কখন আসে?
সুযোগ সন্ধানে যাপন করে ক্ষণকাল, ছেলে-ছোঁকড়ার সাথে।
মা-বোনের সম্মান নেই ওদের কাছে, ওরা তো লম্পট!
প্রতিবাদীর কন্ঠ স্তব্দ করে নিমিষে, ঐ র্দুবৃত্ত কপট!
অসৎ লিপ্সা সাধনে থাকে সদা তৎপর।
আপন-পর ভাবেনা যে, তাহার অন্তর।
কুশ্রী কুসঙ্গে তাদের সদা বিচরণ।
নোংরামির আষ্ঠে-পিষ্ঠে দুব্যবহার আচরণ।
মস্তিষ্ক বিকৃত কামলিপ্সায় শুধুই পীড়ন দিয়ে চলে।
কারো জীবনকে তারা জীবন ভাবেনা, এই কথা বুক ঠুকে বলে!
রচনাকালঃ ১৬/১০/২০ ইং
রাত: ১০.৩১ মিনিট