মতবাদ ভিন্ন বটে, ধর্মতো ঐশ্বরিক যোগ সম্পূর্ণ।
কতর্ব্য-অকতর্ব্য নির্ণয় হেতু পূর্ণাঙ্গ তা অশূণ্য।

শরীরের ধর্ম ত্যাগে মুক্ত, প্রবল প্রতাপী নবদ্বার।
চঞ্চল মনকে বশে রেখে, জয় করো অখিলও সংসার।

সুনীতি ধারণে জীবন হয় পূর্ণ পূর্ণ ।
আচারবিধির মাপকাঠিতে হতে হয় ভিন্ন ।

প্রবৃত্তি সংবরণে নীতি, অনাচার ত্যাগ করে।
সদাচার বরণ করে মৌনব্রতের ভোরে।

আসক্তি যবে পাপ কর্মে অন্ধ জ্ঞান হয়ে।
নিবৃত্তে মুছবো অসৎ বন্ধন, ইন্দ্রিয়ের বিজয়ে।

তত্ত্ববিৎতের উপদেশ শুনে স্থির কামনায়।
নৈতিক সততা মেনে নিয়ে রিক্তের সীমানায়।

ন্যায়বিচার প্রতিষ্ঠার লগ্নে মতবিরোধে শতে।
ধারণ করে জ্ঞানের প্রদীপ, মন্দ কর্ম সংযতে।

কর্মফল থেকে মুক্ত হয়ে, গন্তব্য নিত্যের ভুবনে।
শাস্ত্রবিধি ত্যাগে মিলে সবের শাপিত গঞ্জনে।

আবতর্ন যবে এই ধরাতে নিত্য নিত্য।
আধ্যাত্মিক অনুভব দিবে অমৃত তত্ত্ব।

চ্যুত হলেই ক্ষয়নাশ, প্রাপ্ত অমূল্য জীবন।
সার সবই ধর্ম ছবি, ধারণে সুন্দর ভুবন।

দ্বেষী হয়ে ক্রুরমতির সনে সর্ব বিসর্জন।
ধ্বজ তুলে মুক্ত গলে করো আন্দোলন।

নিষ্ঠাপরায়ণ হয়ে যবে করি আকিঞ্চন।
ধ্যানে-জ্ঞানে ধর্ম ভিনে চলেনা জীবন।

ধর্ম হউক জীবনের তরে যাচিতো বোধ মেনে।
ধর্মোপাসনা মিষ্ট তৃষ্ণা, থাকে যেন হৃদয় গহীনে।








রচনাকালঃ ১৫/০৮/২৪ইং