মোহিতা, নিজের ভাবে নিজেই রইলে আরশি সম্মুখে।
দেখে দেখে মুচকি হাসো, বিমুগ্ধতা লয়ে চোখে।
বিভোর হইলে সৌন্দর্যের তরে দর্পণ দর্শনা।
স্বল্প মতি গলে ফেলি হর্ষ নিত্যের সান্ত্বনা।
মায়ার জাদুতে ভরা অঙ্গ শূণ্য সবজনা।
মরীচিকার আঁচ নয়নও জুড়ে সবই বঞ্চনা।
আঁখি মেলে খুটিনাটি দেখো আর কহ,
কোথায় ছিলে এযাবৎ কাল সৌন্দর্যের মোহ?
নব যৌবনে উল্থিত কিশোরী শ্রীময়ী তনুর আঁচে,
বাঁকা চোখের উঁকি ঝুঁকি বিবিধ স্বপ্ন যাচে।
হাসে আর নাচে, সন্ধ্যায় মালতিও ভাসে।
রূপ মুগ্ধে টুটিলো সীসে মমতার বশে।
আমার সহিত আরশি হাসে সৌহার্দ্য গহীন।
টুটে বলে সাধের দর্পণ, নিঃশেষ হবোনা কোনদিন!
রচনাকালঃ ১০/১২/২৪ইং