হে বনমালী, তব দর্শনের আশায়।
ঘুরে ফিরি হেথায় পাইনি গো তোমায়।
যতদূর দেখি আঁখি মেলে ততদূর দেখি আকাশ।
কোথা হে প্রাণনাথ অনুভবে তোমারই আভাস?
গগন মাঝে তুমি নিরাকার, পবন দেখায় আলো।
পুষ্প নাচে কুঞ্জকায়ায়, মোর বনমালী কালো।
হে মোর বনমালী, তুমি আঁধারের আলো।
তুমিই তো পথ দেখাও, মনের প্রদীপ জ্বালো।
যবে হতে তোমায় ভেবেছি, তথা তব গুণগান করি।
হৃদয় মাঝারে আছো বসে, তোমায় না হেরিলে মরি।
হে বনমালী, তোমায় খুজি সর্ব জীবের কায়ায়।
দাওনা ধরা আড়ালে রয়েছো, অঘটন পটিয়সী মায়ায়।
রচনাকাল: ১৪/০১/১৭ইং