ন্যায়-অন্যায় বোধ জাগ্রত করে বিবেকের চাবিকাঠি।
আন্দোলিত করে নন্দিত করে হিসাবে খুটিনাটি।
অন্তনির্হিত শক্তি রয়েছে জ্ঞানের পরিসরে।
মুক্ত বুদ্ধি তীক্ষ্মদৃষ্টি সুপ্ত প্রতিভারে।
অন্তর্দৃষ্টি করে সৃষ্টি তা নিত্য, নিত্য নির্বিকার।
ছোঁয়া যায় না, দেখা যায় না, নেই কোন আকার?
আত্মিক জ্ঞানে পরিপূর্ণ তা কায়ার অতলে।
চিন্তায় ভরে নিজের তরে তাকে রাখে সকলে।
বিচারবোধ যবে মেলে আঁখি সত্য সন্ধানে।
পরিপূরক জ্ঞানে অন্তঃবুদ্ধি মৌনের বন্ধনে।
মৌলিক চিন্তা মাথায় রেখে চলে যে জনে।
বিবেকবান মানব বলে স্মরণে রাখে সৎ যেনে।
রচনাকালঃ ২১/০৮/২৪ইং