অভিব্যক্তি প্রকাশ করে মহৎ কার্যসাধনে।
বিরক্ত মনে রিক্ততা যেন কখনো আসেনা জীবনে।
কার্পণ্যতার দোষে ভুগলে হবে হৃদয়ের মরণ।
হীনমন্যতা ব্যাধিসম লইয়োনা তারই শরণ।
বচনভঙ্গী মিষ্টভাষী বংশগত আচরণ।
প্রতিবন্ধ কারো হইয়োনা যখন তখন।
চপল মনে সরণীর তলে করোনা আলাপন।
গুপ্ত ভাবনা করিবেনা প্রকাশ সকলে প্রীত নন।
অকপটতা হৃদয়ের স্বভাব রইবে যবে মনে।
গুণে-মানে-অপমানে তাচ্ছিল্য তথা আনয়নে।
মিথ্যা প্রহসনে অন্যজনের সনে হীন তবু হবেনা ।
কারো সমীপে বিরক্তের কারণ ভীষণই যাতনা।
আপন ওয়াদা সংরক্ষণে সচেষ্ট হওয়া চাই।
সর্বলোকের ভালোবাসা নেবো বদনাম মুখে নাই।
স্বপ্ন দেখার মাপকাঠিটা সঠিক সীমানায়।
অলীক আশা ভীষণ নিরাশা দুঃখই ভিড়ায়।
অযাচিত ব্যক্তির সনে হতেও পারে অমিল।
স্বচিন্তার সত্য প্রমাণ দিতে হইয়োনা সামিল।
প্রসন্নতা মুখে সদা, নিত্য মুচকি হাসি হেসে।
নিকৃষ্ট জনের কঠোর দন্ড মাথায় নিয়োনা বসে।
তর্কবিরোধী-অমান্য-জেদি তারা নয়তো আপন।
দূরে সরে থাকাই ভালো, কর্দযতা তাদের অর্জন।
জ্ঞানবান-গুণবানের সহিত যদি করো বিচরণ।
ব্যক্তিত্ববোধ টিকে থাকবে হবেনা খন্ডন।
রচনাকালঃ ২৫/১০/২৪ইং