পরিত্যক্ত গৃহে, দারিদ্র্যময় জীবন যাপন।
মাথা গুজঁবার ঠাঁই নেই কোথাও, অভিশপ্ত জীবন।

পার করি নিত্য রজনী, নির্ঘুম আঁখির তাঁরায়।
আর্ত ভেবে হাত ধরেনা কেউ, ডাকেনা মায়ায়।

অভাব মোচনে কেউ নেই পাশে, বলেনা কাছে আয়।
চারিদিকে শুধুই হাহাকার, গরীবের জায়গা কোথায় ?

ক্ষুধার তাড়নায় ছুটে বেড়াই, এখানে-ওখানে।
দ্বারে দ্বারে কর্ম খুঁজে ফিরি, জীবন নির্বাহ সাধনে।

ভুক্তভোগীরা ভীষণ অসহায়, কর্মের কোঠা শূন্য।
অভাব করেছে সমগ্র গ্রাস, গরীবরা সমাজে নগণ্য।

নিয়তির অমোঘ নিয়মে, হত দরিদ্ররা বন্দী।
ঘুরেনা হত ভাগ্যের চাকা, পরাজয়ে করে সন্ধি।

অল্প আয়ে জীবন চলেনা, পরিজন সদা বিমুখ।
দুঃখ-বেদনা তাড়িয়ে বেড়ায়, হৃদয়ে বিষাদের অসুখ।

নির্মম অদৃষ্ট এরূপ দশায়, মিটিমিটি হাসে লাজে।
সর্বদ্বার বন্ধ বুঝি, বর্ধন নাই কোন কাজে ?

স্বীয় গন্ডির সীমারেখায় আবৃত্ত, নিজ জীবন বৃত্ত।
অভাবে কাতর, দুঃখের সলিলে, বক্ষ হলো সিক্ত।

রিক্ত হস্তে, রিক্ত চরণে, ঘুরে ফিরি কাঙ্গাল বেশে।
ভিক্ষাবৃত্তি  করবোনা কখনো, যদিও জীর্ণতা আসে।

অভাব মোরে শিক্ষা দিয়েছে, জীবন প্রবাহের মূল্য।
যা আছে তা নিয়েই প্রসন্ন চিত্ত, এটাই অমৃত তুল্য।

কি পেলাম আর কি পেলাম না, তাই যদি হয় জীবন ?
অভাব কখনো শেষ হবেনা, অপূর্ণ রবে ভুবন।



তাঃ ২৬/০৪/২১ইং
-----------------
দুপুরঃ ০২.২৫ মিনিট