বসে ছিলাম সেদিন একা সুরের তালে,
দৃষ্টি মম নিবদ্ধ ছিলো তোমার পানে।

ভোরের স্নিগ্ধ আলোর মত তোমার জ্যোতি।
পরনে কনক কাপড়, মন চঞ্চল মতি।

আঁধার কোণে তাকিয়ে ছিলে নিথত ভঙ্গিমায়,
সুর নিয়েছো মন ভরে যে আপনও চাওয়ায়।

সযতনে তুমি হাসলে নিবৃত্তের মায়ায়,
পূর্ণ চোখে পূর্ণ ঠোঁটে সুর মিলায়।

বদনে দেখিলাম লজ্জা লাজুক লতায়,
ফিরে তাকালে নয়নের নীরে গুপ্ত ছায়ায়।

অন্তিমক্ষণে মোর প্রস্থান সেথা হতে,
খুঁজে ফিরলে দু'চোখ ভরে অস্থির চিত্তে।

হঠাৎ দেখি এসে দাঁড়ালে মম পাশে;
বিকশিত মন লয়ে  কোনো আঁশে?

বললে এসে মুখ ঘুরিয়ে আঁখি তুলে;
গলে গেলো পরান মোর, জানিনা কোন ছলে?

খালি হাত তুলে ধরলে, মনে পড়লো প্রেমের ছাপ!
সুধালে, দয়া করে দাও না তোমার অটোগ্রাফ।



রচনাকালঃ ০৬/০১/১২ইং