চিত্তবিকার তুল্যে আত্মশুদ্ধি শ্রেয়।
মনকে নির্মল করো উন্নত চেতনায়।
বিকশিত নবদ্বার রূপ দেহ আবাসভূমি;
যন্ত্রারুঢ় পুত্তলিকার আবরণে সাজানো বসনে।
ইন্দ্রিয়ের প্রবল তাড়না বাড়িয়ে দেয় আভিজাত্যের মিথ্যে সম্ভ্রম;
ব্যক্তিত্বকে অতিক্রম করে নিয়ে যায় তমসার অতলে।
জীবনের পরিপ্রেক্ষিতে নিজেকে শেখাতে হয়,
জনমানবে ভরা পার্থিব আচরণকে আশ্রয় করে।
অজ্ঞানতাকে প্রশ্রয় এনোনা, নিয়ন্ত্রণের বাইরে তো নয়ই!
কুঞ্চিত মনকে প্রসারিত করো,  অমৃতের সন্ধানে।
আকাশকে হেরেছো, তার বুকে বয়ে চলে স্বাধীনচেতায় সমীর;
পবিত্র গন্ধ বিলিয়ে দেয় সকলের প্রাণে।
কখনো অম্বরকে অবমাননা করেনা?
বলেনা আমিই তব প্রাণবায়ু!
কেননা, তার অস্তিত্ব সম্পর্কে সে পূর্ণ ভাবে জ্ঞাত।
আপন বোধগম্য রাখো সদা সকল সৃষ্টির তরে।
কেউ কিন্তু নগণ্য নয়;
অহমিকায় কভু  বলোনা, তুই নগণ্য মম সমীপে।
মলিনতা পরিশোধন করো;
আত্মশুদ্ধি লয়ে দাঁড়াতে হবে সর্ব সম্মুখে প্রীতির  বন্ধনে!



রচনাকালঃ ০৬/০৯/২১ইং
রাত: ১১.০৪ মিনিট