অত্যাচারের অকন্ঠ ধ্বনি কর্ণে এসে কয়।
মুক্তি চাই মুক্তি চাই, শরীর আর কত সয়?
মানবিকতা নেই মানুষের, মন পাষাণে গড়া।
নষ্ট প্রায় সমাজ সভ্যতা, মানুষের বিবেক মরা।
পর্দার আড়ালে না বলা কথা গুমরে কেঁদে বলে!
আততায়ীর হাতে জীবন বুঝি গেলো, প্রতিহত করি কোন ছলে?
নিপীড়িত-অসহায় এসে লোক সমাজে কয়,
মানবতার কি বিচার নাই?
আর কতকাল সহ্য করি অত্যাচার,
সমাজে তাদের দেবোনা ঠাঁই।
রচনাকাল: ৩০/০৩/২০২১ইং