কৃষ্ণলীলায় মিলন ছলে
পিছু অষ্টসখি।
অভিমানে বাধা দেয় রাধারানী,
হিংসুটে সে কি?
ললিতা বিশাখা তব সহচরী।
চন্দ্রাবতী অরুণ আলোয়
তুলে সে পুষ্প কুঁড়ি ।
ইন্দ্ররেখা ভিন্ন কথায় মারলো ছুড়ি।
সুচিত্রা আঁকিলো নাথ
প্রেম মুরুলী।
রঙ্গদেবীর ভীষণ অভিমান
ভগ্ন মনে।
চম্পকলতার কটূ কথায়,
শ্রাবণ তুবিদ্যার চোখের কোণে।
অষ্টসখির রাসে মাতি প্রণয় প্রহরে।
দান করে যে পুষ্প বৃষ্টি
যুগল চরণে।





উৎসর্গঃ শ্রীশ্রী রাধাঠাকুর রানীর শ্রীচরণে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
রচনাকালঃ ১২/০৪/১২ইং