প্রলুব্ধ মনে ব্যাপিত বাসনা, হারাতেই ক্রোধের সঞ্চার।
ব্যাধির চেয়ে আধি হলো বড়, যাতনা মন্দবুদ্ধির আঁধার।

মানসিক পীড়া যাতনাময়, আধিপত্য চিত্তের চঞ্চলতা।
মনঃপীড়ায় কাতর চিত্ত, নিরোধ করা দুরূহ অসাধ্যতা।

শমগুণবিশিষ্ট স্থির চিত্ত, বিকৃত মায়ার বেষ্টনে পর্যাবৃত্ত।
ঘোর তামসা বরণে আগত ভ্রম, বন্দিত্বে ভীষণ অতিষ্ঠ।

অসংযমী ইন্দ্রিয়ের দ্বার অযাচিত এ কেমন উপহার?
বাহিক্য বিষয়জনিত প্রভাবে চোখের অজ্ঞানতার।

অশান্ত পরানে অন্তরাত্মার বিদঘুটে পাশবিক আহার।
নিবৃত্ত যে হবো দিশেহারা মানসে, সরণি নেই আমার।

উপশমিত রেখার গণ্ডি পেড়িয়ে বদলের সাধনায় রত।
আধিক্য বহুল বিষাদময়তার অন্তঃপুরে অশান্তি করে ব্রত।









রচনাকালঃ ২২/০১/২৫ইং