হিতাহিত জ্ঞানশূণ্য মম লালায়িত ভাবনার আকাশ।
প্রকৃতির সুপ্ত আঁচে মন বহরে প্রবল টানের আভাশ।
অরণ্য বিহারী মন পড়োশি বিহঙ্গের সদনে।
পাখনা মেলে কলতানের তালে হর্ষান্বিত তানে।
শৌখিনতায় যবে বিটপীতে উদগিরিত দুরন্ত বিলাস মন।
দ্বিপ্রহরে বিহঙ্গ ডাকে, পাখা মেলে আনন্দে মুক্তির সন্তর্পণ।
পর্ণমোচীর তমাল তরুর অর্ধ-নিমীলিত অগ্রের সঞ্চার।
নব প্রাণে নব পুলকে অদ্ভুত আবেশের তৃপ্ততার সমাহার।
শুকনো পত্রের মর্মস্পর্শি ধ্বনি পল্লবিত হর্ষে নেচে ওঠে।
অকপটের অপ্রাকৃত মন্থনে কায়াতরুর সৃষ্টি জেগে উঠে।
মধুমাস এলো সকাশে, নিভৃত তন্ময়াবেশ লয়ে।
শীতল অনিলে আঁখি টলমল, হৃদ গদগদ অভয়ে।
মুক্ত অম্বরে উড্ডীয় ঘুড়ি রঙ্গিন স্বপ্ন দেয় মেলে।
বায়ু শনশনে চরকা সুতো বিলাসে হেলে দুলে খেলে।
সূর্য কিরণের তপ্ত দহনে ঊর্ধ্বে বিস্তৃত রজ্জুর সপ্ত রং।
বর্ণাঢ্য অরূপের মেলায় ব্যাপিত চরাচর হর্ষে সাজে সং।
সলিলও ক্রীড়ায় মাতলো যে মন আপনও দুয়ারে।
জলকেলি আর সন্তরণ করি তরঙ্গের উদ্দম জোয়ারে।
প্রকৃতির বিলাসে গুপ্ত অভিলাষ মনে ফোয়ারার বাস।
বহু কাঙ্ক্ষিত বন্দিত সখ্য পরানের অরণ্য বিলাস।
রচনাকালঃ ১৬/০১/২৫ইং